ছয়, ডট, ছয়, ডট, ছয়, ছয়। চার ছক্কায় করিম জানাতের এক ওভারেই কাজটা সেরে ফেললেন আসিফ আলী। অথচ এর ঠিক আগেই ২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে বড় চাপে ছিল পাকিস্তান। সেখান থেকে এমন রোমাঞ্চকর জয়। উচ্ছ্বাসটা কি আর বাঁধভাঙা না হয়ে পারে? আসিফ আলীও পারেননি নিজেকে সংযত রাখতে। ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলী বর্ষণের মতো করলেন। যেন তার ব্যাটের গুলীতেই কুপোকাত আফগানিস্তান।
অন্যদিকে দারুণ সম্ভাবনাময় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেলে আফগানিস্তানের। জানাত যদি এতোটা খরুচে না হতেন, তাহলে কে জানে শেষ ওভারে গেলে ফলাফল হয়তো ভিন্নও হতে পারতো। স্বাভাবিকভাবেই মেজাজ ভালো ছিল না আফগানিদের। সেখানে আসিফ আলীর এমন উদযাপন মেনে নিতে পারেননি অনেকেই। শ্রীলঙ্কায় আফগানিস্তানের রাষ্ট্রদূত এম. আশরাফ হায়দারি এ উদযাপনকে 'অপমানজনক আগ্রাসন' বলে বর্ণনা করেছেন।
এমনকি পাকিস্তানিদের রীতিমতো হুমকি দিয়ে সামাজিকমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, 'পাকিস্তানের সম্মুখ-সারীর ক্রিকেট খেলোয়াড় আসিফের কাছ থেকে এমন আগ্রাসন একটি লজ্জাজনক কাজ। আফগান খেলোয়াড়দের দিকে বন্দুকের মতো ব্যাট তাক করা, যারা তাকে এবং তার সতীর্থদের একটি কঠিন সময় দিয়েছেন। সর্বোপরি, খেলাধুলা হলো সুস্থ প্রতিযোগিতা, বন্ধুত্ব এবং শান্তি। যুদ্ধের সময় আসবে!'
আসিফ আলীর ক্যামিওতেই শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। তবে তার উদযাপনে পুরো দেশকে যুদ্ধের হুমকি পাইয়ে দিয়েছেন তিনি। এমনিতেই গত আগস্টে দ্বিতীয় দফায় আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলে সহায়তা করার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। যদিও ইসলামাবাদ বারবারই তা অস্বীকার করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন