বাংলাদেশের ৭৩ রান ৬.২ ওভারেই পেরোল অস্ট্রেলিয়া | Bangladesh's 83 runs in 8.2 overs parole Australia

 


বাংলায় একটা প্রবাদ আছে- শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষটাও ভালো হলো না। সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয়ে গেছে লাল-সবুজ বাহিনী।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার এই সিদ্ধান্তকে যথাযথই সঠিক প্রমাণ করলেন অজি বোলাররা।

আজও চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া, সুপার টুয়েলভ, দুবাই


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে আর কোনো আইসিসির পূর্ণ সদস্য দলকেই এ টুর্নামেন্টে হারাতে পারেনি তারা। এবার প্রথম পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে এলেও প্রথম চার ম্যাচে জয়শূন্যই থাকতে হয়েছে তাদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইয়ে আজ নিজেদের শেষ ম্যাচে নামছে মাহমুদউল্লাহর দল। বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ, যদিও সে দলটা ছিল ভিন্ন। শীর্ষসারির একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিলেন না সেবার।


0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন