সেটিকে আলাদা করে দ্রাবিড় দেখাচ্ছেনও না। বিবৃতিতে ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দল ও এনসিএতে বর্তমান ভারতীয় দলের অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকেই সামনে এনেছেন ৪৮ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান, ‘এনসিএ, অনূর্ধ্ব-১৯ এবং ভারতের ‘এ’ দলে এই ছেলেদের অনেকের সঙ্গে কাজ করার কারণে আমি জানি, ওদের প্রত্যেকেই খুব চায় প্রতিদিন আরও উন্নতি করতে।’
আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, তার পরের বছর ভারতের মাটিতেই ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা। সে দুই টুর্নামেন্টসহ এমন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় নজর দ্রাবিড়ের, ‘আগামী দুই বছরে কয়েকটি দারুণ বহুজাতিক টুর্নামেন্ট আছে। সেখানে আমাদের সম্ভাবনা অনুযায়ী সাফল্য পেতে এই খেলোয়াড়দের সঙ্গে, দলের অন্য কোচদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’
একটি মন্তব্য পোস্ট করুন