সাকিবের বিশ্বকাপ শেষ | Shakib's World Cup is over

 

সাকিব আল হাসান

ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর শেষ হয়ে গেলো সাকিব আল হাসানের। 

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর তাকে তিন দিনের বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার বিসিবি সূত্রে জানা যায়, বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।   

বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কার্যত কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল।

আগামী মঙ্গল ও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই ম্যাচ খেলার পর দেশে ফিরবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। 

চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে বাছাইপর্ব এবং মূলপর্ব মিলে ৬ ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে সাকিব সংগ্রহ করেন ১৩১ রান। আর বল হাতে শিকার করেন ১১ উইকেট। ব্যাটে বলে দুর্দান্ত ফর্মে থাকার পরও ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন