INDvsNZ: হালাল মাংস বিতর্কে উত্তাল Indian Cricket, কানপুর টেস্টের আগে মুখ খুলল BCCI


নিজস্ব প্রতিবেদন: অবশেষে হালাল মাংস বিতর্ক নিয়ে মুখ খুলতে বাধ্য হল বিসিসিআই (BCCI)। নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে প্রথম টেস্টের আগে মাংস বিতর্ক নিয়ে হঠাৎ তোলপাড় হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট (Indian Cricket)। তাই শেষ পর্যন্ত কানপুরের গ্রীনপার্ক টেস্টের আগে এই জ্বলন্ত বিষয়ে মুখ খুলতে বাধ্য হলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধূমল (Arun Dhumal)। এই বিষয়ে অরুণ ধূমলের দাবি কোন ক্রিকেটার কী খাবেন সেটা নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ক্রিকেট বোর্ড। 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অরুণ ধূমল বলেছেন, "ক্রিকেটারদের খাদ্যতালিকা নিয়ে বিসিসিআই কোনও দিন নাক গলায় না। আমি জানি না এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কি না। আমরা কোনও খাদ্যতালিকা দিইনি। প্রত্যেক ক্রিকেটার নিজের ইচ্ছা অনুযায়ী খাবার খান। সেখানে বিসিসিআই-এর কোনও ভূমিকা নেই।" 

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন