IPL 2022: আইপিএল শুরু ২ এপ্রিল, উদ্বোধন হতে পারে চেন্নাইয়ে!


ভারতের মাটিতেই হচ্ছে পরবর্তী আইপিএল। সূত্রের খবর, ২ এপ্রিল শুরু হতে পারে কোটিপতি লিগ। উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে চেন্নাইয়ে। তবে সবটাই সূত্রের খবর। এখনও কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। এবার চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ায় দক্ষিণের শহরে শুরু হতে পারে আইপিএলের মহাযজ্ঞ। আটের বদলে দশ দলের আইপিএল হবে। আহমেদাবাদ এবং লখনউ থেকে দুটো দল অংশ নেবে। ২০২২ সালের আইপিএলে ১০ দল নিয়ে মোট ৭৪ টি ম্যাচ হওয়ার কথা। দলের সংখ্যা বাড়াতে স্বাভাবিক ভাবেই ম্যাচের সংখ্যাও বাড়বে। প্রায় দু'মাস ধরে চলবে আইপিএল। জুন মাসের প্রথমদিকে শেষ হতে পারে টুর্নামেন্ট। 

লিগের ফরম্যাট একই থাকবে। ১৮ টি ম্যাচ খেলবে প্রত্যেক দল। ৯ টি হোম এবং ৯ টি অ্যাওয়ে। চেন্নাইয়ে জাঁকজমক ভাবেই আইপিএলের উদ্বোধন করতে চান কর্তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সবটাই কানাঘুষো শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, পরের আইপিএল ভারতেই করতে চান।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন