দলের টানা ব্যর্থতায় দুলছিল উলে গুনার সুলশারের ভাগ্য। ওয়াটফোর্ডের মাঠে যাচ্ছেতাইভাবে হেরে যাওয়ার পর ছাঁটাই হলেন ম্যানচেষ্টার ইউনাইটেড কোচ।
ইউনাইটেড তাদের বিবৃতিতে জানিয়েছে, কঠিন হলেও সুলশারকে বহিস্কার করার দুঃখজনক সিদ্ধান্ত নিতে হয়েছে তাদেরকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওয়ার্টফোর্ডের মাঠে ৪-১ গোলে হারে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে গত পাঁচ ম্যাচে এটি দলটির চতুর্থ হার।
প্রথমার্ধে দুই গোল হজমের পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ডনি ফন দি বিকের গোলে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ইউনাইটেড। কিন্তু তাদের খেলায় পরে আর ছন্দ ফেরেনি। উল্টো শেষ দিকে আরও দুই গোল হজম করে উড়ে যায় তারা।
১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা চেলসির চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে ওয়াটফোর্ড।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে ভিয়ারিয়ালের মাঠে যাবে ইউনাইটেড। ওই ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাইকেল ক্যারিক।
২০১৮ সালের ডিসেম্বরে জোসে মরিনিয়োর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইউনাইটেডের হাল ধরেছিলেন সুলশার।
নরওয়ের সাবেক এই ফুটবলারকে পরের বছর মার্চে পাকাপাকিভাবে তিন বছরের জন্য নিয়োগ দেয় ইউনাইটেড। এ বছরের জুলাইয়ে সুলশারের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত নতুন চুক্তি করে ক্লাবটি। কিন্তু টানা ব্যর্থতায় আগেভাগেই বিদায়ঘণ্টা বাজল তার।
ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর এ পর্যন্ত যে চারজন দলটির হাল ধরেছেন, তাদের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ হলেও সুলশার সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করলেন। বাকি তিন জন হলেন-ডেভিড ময়েস, লুই ফন খাল ও জোসে মরিনিয়ো।
একটি মন্তব্য পোস্ট করুন