অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব | Shakib lost the top spot in the all-rounder rankings

 অলরাউন্ডার র্যাং কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেছে সাকিবের স্থলে বিশ্ব সেরা অলরাউন্ডারের ১ নম্বরে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবীর নাম।

অথচ দুবাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই নবীকে টপকে ১ নম্বর অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান। 

সর্বশেষ র‌্যাংকিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে দিয়ে নবী এককভাবে শীর্ষে অবস্থান করছেন। 

সাকিবের চেয়ে ৫ পয়েন্ট রেটিংয়ে এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন নবী (২৬৫)। ১৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের লিভিংস্টোন। চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল (১৭৮)ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৭৩) রয়েছেন। 

৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ।  তার পরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ।

শীর্ষ দশে উঠে এসেছেন মঈন আলী ও মিচেল মার্শ।

তথ্যসূত্র: আইসিসি-ক্রিকেট-ডটকম।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন