সাকিবকে রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা, চমক জয়-রাজা | Test squad announced leaving Shakib, Chamak Joy-Raja

 


সাকিব আল হাসান রেখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । স্কোয়াডে চমক পেসার রেজাউর রহমান রাজা ও যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়।

টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, মাহমুদল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলার পুরস্কার পেয়েছেন এ দুই তরুণ ক্রিকেটার। জয় চলমান জাতীয় ক্রিকেট লিগে ২ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরিতে ৩৪৫ রান করেছেন। সর্বোচ্চ রান ১২১, গড় রান ৫৭.৫০। ব্যাকআপ ওপেনার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। স্কোয়াডে সাদমান ও সাইফ ওপেনার হিসেবে আছেন। তাদের সঙ্গে জয়কেও বিবেচনা করা হচ্ছে। ডানহাতি ব্যাটসম্যান জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ খেলছেন সিলেটে। শেষ দুদিনের খেলা ছেড়ে তাকে যোগ দিতে হচ্ছে জাতীয় দলের তাঁবুতে।

দ্রুতগতির বোলার রাজা ৩ ম্যাচে পেয়েছেন ১২ উইকেট। সেরা বোলিং ৫১ রানে ৫ উইকেট। টানা বল করার সামর্থ্য থাকায় তাকে বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট।

নতুন দুই ক্রিকেটারকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মাহমুদুল এখনও ক্যারিয়ারের শুরুর পর্যায়ে আছে। বড় দৈর্ঘ্যর ক্রিকেটে তার দারুণ মনোযোগ। বর্তমানে বেশ ভালো ফর্মে আছে। তাসকিন ও শরিফুলের ইনজুরি ভাবনায় আমাদের সুযোগ হয়েছে নতুন কাউকে নেওয়ার। রাজা তাদেরই একজন। প্রথম শ্রেণির ক্রিকেটে আমরা দীর্ঘদিন তার পারফরম্যান্সে নজর রাখছি। তরুণ ও উদ্যমী বোলার যার উইকেট নেওয়ার ক্ষুধা রয়েছে।’

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল জিম্বাবুয়েতে। সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দশ মাস পর টেস্ট দলে ফিরে মাহমুদউল্লাহ জিম্বাবুয়েতে সেঞ্চুরি পেয়েছিলেন। হয়েছিলেন বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক। কিন্তু সেই ম্যাচের পর অবসর নেন মাহমুদউল্লাহ। ইনজুরির কারণে তামিম ইকবাল নেই। তার ডানহাতে চিড় ধরা পড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে গিয়েছেন ইংল্যান্ডে।

তাসকিন আহমেদ পুরোপুরি ফিট হলেও পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলার সময় ডান হাতের বৃদ্ধা আঙুলে চোট পান। হাতে সেলাই লাগায় ম্যাচ থেকে ছিটকে যান। শরিফুলকে আপাতত বিশ্রামে রেখে দল।

ভারসাম্যপূর্ণ দল হয়েছে বলে দাবি করলেন মিনহাজুল আবেদীন, ‘দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। মুমিনুল, সাকিব, তাইজুল ও মিরাজ রয়েছে। প্রত্যেকেই আমাদের মূল ক্রিকেটার। আমাদের সাকিবকে নিয়ে একটু সংশয় আছে। ফিটনেস পরীক্ষা করে তাকে দেখা হবে। আমাদের ভারসাম্যপূর্ণ স্পিন ও পেস অ্যাটাক রয়েছে। এই দলটা একত্রে গড়ে উঠেছে আমাদের টেস্ট দলকে স্বয়ংসম্পূর্ণ করতে। পাকিস্তান বেশ ভালো দল। বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে যদি আমরা শৃঙ্খল ও ধৈর্য্য নিয়ে খেলতে পারি।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন