স্বপ্ন দেখিয়েও পারলো না টাইগাররা | The Tigers could not even dream


বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৭ ওভারে চার উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ফখর জামান ও খুশদিল শাহ’র ব্যাটে ভর করে ৪ বল হাতে থাকতেই জয় তুলে নেয় সফরকারিরা। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন হাসান আলী।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খেলেও ফখর জামান ও খুশদিল শাহ’র নির্ভরযোগ্য ব্যাটিং নৈপুন্যের পর সাদাব খান ও মোহাম্মদ নেওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।

দলীয় ৮০ রানের মাথায় ফখর জামান সাজঘরে ফিরলে সাদাব খানকে নিয়ে রানের চাকা সচল রাখেন খুশদিল। তবে তাকে আউট করে নিজের ঝুঁলিতে প্রথম উইকেট তুলে নেন শরীফুল ইসলাম।  ১৬ দশমিক ৫ ওভারে দলীয় ৯৬ রানের মাথায় সোহানের গ্লাভসে বন্দি হয়ে ৩৫ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন খুশদিল। তাদের আউটের পর সাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ যেনো বেশিক্ষণ ক্রিজে থাকতে চাচ্ছিলেন না। সাদাব খান ১০ বলে ২১ ও মোহাম্মদ নেওয়াজের ৮ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২টি, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ১টি করে উইকেট পান।

এরআগে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে খুব একটা সুবিধা করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুরু থেকেই উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৭ রানের পুঁজি করে টাইগাররা। আফিফ হোসেন ৩৪ বলে ৩৬, মেহেদী হাসান ২০ বলে ৩০ ও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২২ বলে ২৮ রানের ইনিংস। 

পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩টি, মোহাম্মদ ওয়াসিম ২টি, সাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ ১টি উইকেট শিকার করেন।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন