নিউজিল্যান্ডে পৌঁছে তাসকিন বললেন, ‘দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত’ | Arriving in New Zealand, Taskin said, "We are ready to do anything for the country."


পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর এখন নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্ট সিরিজের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। 


সে লক্ষ্যে আজ নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। সাত দিন কোয়ারেন্টিনের পর কোভিড পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ।


আজ ভোর নাগাদ নিউজিল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ দল। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ দল নিউজিল্যান্ডে বিমানবন্দরের লাউঞ্জে বসে আছেন। 

ভিডিওবার্তায় কথা বলেন তাসকিন
ভিডিওবার্তায় কথা বলেন তাসকিন

পেসার তাসকিন আহমেদ ভিডিওতে বলেন, ‘ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু হবে। সবাই সুস্থভাবে পৌঁছেছি। সাতদিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের এখন। কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

ক্রাইস্টচার্চে আইসোলেশন সেন্টারে রয়েছে বাংলাদেশ দল।

গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে এখনো জয়বঞ্চিত বাংলাদেশ দল।

এবার দলের পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক না। টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে সব ম্যাচ হারের পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষেও টি–টোয়েন্টি ও টেস্ট সিরিজে ধবলধোলাই হয় স্বাগতিকরা।

সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই এবার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন