ইংল্যান্ডকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া | Australia followed England


চলতি অ্যাশেজে ইংল্যান্ডের ব্যাটিং দুর্দশা যেন কাটছেই না। সেই সঙ্গে স্লো ওভার রেটের কারণে বারবার জরিমানা গুনতে হচ্ছে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৩/৯ রানের জবাবে ইংলিশরা গুটিয়ে গেছে মাত্র ২৩৬ রানে। স্টিভেন স্মিথ বাহিনীর সামনে সুযোগ ছিল জো রুটদের ফলোঅনের লজ্জা দেওয়ার। সেটা না করে আজ শেষ বেলায় দ্বিতীয় ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া। এতে অজি সাংবাদিকরা বেজায় চটেছেন স্মিথের ওপর।

গতকাল ২ উইকেটে ১৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। আজ তৃতীয় দিনেও তাদের ব্যাটিং খুব একটা বদলায়নি। তবে দিনের শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জো রুট আর ডেভিড মালান। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৩৮ রানের দারুণ জুটি উপহার দেন। ১১৬ বলে ৭ চারে ৬২ রান করে জো রুট আউট হলে জুটির অবসান হয়। ডেভিড মালানও ১৫৭ বলে ১০ চারে ৮০ রানে আউট হন। ইংল্যান্ডের আর কোনো ব্যাটার ঘুরে দাঁড়াতে পারেনি। ক্যামেরন গ্রিনের শিকার হওয়ার আগে অল-রাউন্ডার বেন স্টোকস করেন ৩৪ রান।

৭ম উইকেটে ক্রিস ওকস আর বেন স্টোকসের ৩৩ রানের জুটিটাই ছিল ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ওকস করেন ৪০ বলে ২৪ রান। ৭ জন ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। 'ডাক' মেরেছেন জস বাটালার এবং ওলি রবিনসন। বল হাতে ধ্বংসাত্মক হয়ে ওঠা মিচেল স্টার্ক মাত্র ৩৭ রানে নেন ৪ উইকেট্ ৩টি নিয়েছেন স্পিনার নাথান লায়ন। ক্যামেরন গ্রিন নিয়েছেন ২টি। ৮৪.১ ওভারে ২৩৬ রানে প্যাকেট হয়ে যায় ইংল্যান্ড। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া তুলেছে ১ উইকেটে ৪৫ রান। প্রথম ইনিংসে নড়বড়ে নব্বইয়ে আউট হওয়া ওপেনার ডেভিড ওয়ার্নার আজ ১৩ রান করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন। উইকেটে আছেন মার্কাস হ্যারিস (২১*) এবং মিচেল নেসের (২*)।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন