ভারতের বিপক্ষে জয়ে আশাবাদী ছোটন | Chhotan is optimistic about the win against India


পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় ভুটানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

তের বিপক্ষে ইতিবাচক ফুটবল খেলতে অনুপ্রেরণা জোগাবে। অন্যদিকে যোগ্য দল হিসেবেই বাংলাদেশ দল সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন ভুটানের কোচ তানকা মায়া।

প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে আধিপত্য বিস্তার করেও গোল নামের সোনার হরিণের দেখা পায়নি তহুরা-মনিকা-আঁখিরা। তাই আসরে টিকে থাকার লড়াইয়ে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবেনি বাংলাদেশ।

সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন কোচের আস্থার প্রতিদান দিতে দারুণ ফুটবল উপহার দেন লাল-সবুজ জার্সিধারীরা।

যেখানে পুরো ম্যাচে ছন্দ ধরে রাখা বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পায়নি ভুটান দল। ভুটানের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় বাংলাদেশ। প্রথমার্ধের তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে মারিয়ারা।

নেপালের বিপক্ষে ভাগ্য সহায় না থাকলেও ভুটানের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় জয় পাওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
 
এদিকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে আলো ছড়িয়েছে শাহেদা আক্তার রিপা। সেই সঙ্গে আফিদার পারফরম্যান্সেও খুশি কোচ। সব মিলিয়ে নতুনদের প্রশংসায় ভাসালেন ছোটন।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা করেছিল ভুটান। কিন্তু পরের ম্যাচে বাংলাদেশের কাছে ধরাশয়ী তারা। স্বাগতিকদের পারফর্মে মুগ্ধ ভুটানের কোচ। তাইতো যোগ্য দল হিসেবেই বাংলাদেশ দল সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন কোচ তানকা মায়া।

তিনি বলেন, বাংলাদেশ দারুণ ফুটবল উপহার দিয়েছে। আর শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। তারপরও মেয়েদের ওপর আমি সন্তুষ্ট। আশা করছি পরের ম্যাচে ভালো কিছু হবে।

আগামী ১৭ ডিসেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন