টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র দুইবার। আরও একবার এটির সাক্ষী হলো বিশ্ব। এক ইনিংসেই প্রতিপক্ষের সবকটি উইকেট তুলে নিয়েছেন একজন বোলার। মুম্বাইয়ে চলমান টেস্টে ভারতের বিপক্ষে এই বিরল কৃতীত্ব গড়েছেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।
এক ইনিংসে সর্বপ্রথম ১০ উইকেট শিকার করা বোলার ইংল্যান্ডের জেসি লেকার। তিনি ১৯৫৬ সালের ২৬ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিরল রেকর্ড গড়েছিলেন। এরও ৪৩ বছর পর ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি তার রেকর্ডে ভাগ বসান ভারতের অনিল কুম্বলে। তিনি দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে এই অর্জন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন