নিউজিল্যান্ডে বছরের শুরুতে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তখন ১৪ দিন কোয়ারেন্টিন করতে হয়েছিল। এবার স্বাগতিক বোর্ডের সঙ্গে আলোচনা সেরে কোয়ারেন্টিনের মেয়াদ করা হয় সাত দিন। কিন্তু বাংলাদেশ ক্যাম্পে করোনাভাইরাস হানা দেওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছিল, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত কোনও ধরনের অনুশীলন করতে পারবে না বাংলাদেশ। তবে শঙ্কার মেঘ কেটে গেছে। নতুন পরীক্ষায় দলের সবাই করোনা নেগেটিভ হওয়ায় মঙ্গলবার থেকেই মাঠে ফেরার সুযোগ পাচ্ছে।
কিন্তু সব বাধা পার হয়ে এখন অনুশীলনের অপেক্ষায় বাংলাদেশ। অনুশীলন নিয়ে সুজন বলেছেন, ‘কাল (মঙ্গলবার) আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিব্যালয় মাঠে। এখানে আমরা জিমের সুযোগটাও পাবো। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাবো। এরপর স্বাভাবিক চলাফেরা করতে পারবো, ট্রেনিং করতে পারবো, সবই করতে পারবো।’
সুজন আরও বলেছেন, ‘দেশবাসীর কাছে প্রত্যাশা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’
একটি মন্তব্য পোস্ট করুন