মাশরাফিকে নিয়ে কোনো পরিকল্পনা কিংবা আলোচনা হয়নি: পাপন | No plan or discussion about Mashrafe: Papun


বিশ্বকাপের আগে সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা দাবি উঠেছিল। মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে নেওয়ার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টিতে কর্ণপাত করেনি। বিশ্বকাপ শেষ হয়েছে এক মাস হতে চললো। শনিবার (১১ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে আবারও এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা। তিনি সোজাসাপ্টা উত্তর দিয়েছেন কিছু জানেন না। এ সংক্রান্ত কোনো আলোচনা কিংবা পরিকল্পনা এখনো তারা করেনি।

নাজমুল হাসান বলেন, ‘জানি না। ওরকম কিছু হয়নি। মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।

বিসিবি সভাপতি যদি মাশরাফিকে মেন্টর কিংবা কোচ হতে আমন্ত্রণ জানান তাহলে হয়তো নড়াইল এক্সপ্রেস ফেলবেন না। এমন প্রশ্নে পাপন বলেন, ‘না না, ইস্যুটা তা না। ইস্যুটা আপনাকে বুঝতে হবে।’

সম্প্রতি মাশরাফি-তামিমের সাথে সাক্ষাৎ করেছেন নাজমুল হাসান পাপন। সে বিষয়ে তিনি বলেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে ওখানে থাকবে এটা জানি না। পারফরম্যান্স ও দল নিয়ে কোনো কথা হয়নি তাদের সঙ্গে। আলাপ করছিলাম।’

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন