হবু শ্বশুর আফ্রিদির কথা কানেই নিলেন না শাহীন আফ্রিদি | Shaheen Afridi did not listen to his father-in-law Afridi


বুমবুম আফ্রিদির বড় মেয়ে আকসাকে বিয়ে করতে চলেছেন পাকিস্তানের বর্তমান দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। অর্থাৎ সিনিয়র আফ্রিদির জামাই হতে চলেছেন জুনিয়র আফ্রিদি।

কিন্তু ক্রিকেটের বেলায় ‘জামাই’-কে ন্যূনতম ছেড়ে কথা বলেন না শহিদ আফ্রিদি। ‘শ্বশুর’ থেকে বাড়তি প্রশংসাও পান না শাহিন। 

এবার জানা গেল, শাহিনকে দলের অধিনায়ক হিসেবেও দেখতে চান না আফ্রিদি।

শাহিনকে অধিনায়কত্ব নিতে মানা করে দিয়েছেন পাকিস্তানের এ সাবেক অধিনায়ক। কিন্তু নিজের হবু স্ত্রীর বাবার কথা শোনেননি বাঁহাতি পেসার শাহিন, এরই মধ্যে নিয়েছেন অধিনায়কত্ব।

পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেবেন শাহিন। এর আগে দলটির নেতৃত্বে ছিলেন সোহেল আখতার। 

২১ বছর বয়সি শাহিনকে অধিনায়কত্ব নিতে মানা করে শহিদ আফ্রিদি বলেছেন, ‘আমি শাহিনকে বলেছি— অধিনায়কত্ব নেওয়ার আগে আরও ১-২ বছর অপেক্ষা করতে। যাতে সে নিজের বোলিংয়ে আরও মনোযোগ দিতে পারে। তবে সেও একজন আফ্রিদি। তাই আমার কথা শোনেনি।’

কথা না শোনায় অবশ্য অতটা রাগ করেননি শ্বশুর মহাশয়। আফ্রিদি বলেন, ‘আমি খুশি যে সে দায়িত্বটা নিয়েছে এবং আশা করি আমাকে সে ভুল প্রমাণ করবে।’

শাহিন আফ্রিদির অবশ্য অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। সবশেষ ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬ পিসিবি ক্রিকেট স্টারস টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন। প্রায় পাঁচ বছর পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টি খেলে মোট ১৮৪ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন