বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

 


স্কোরবোর্ডে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করতে পেরে খুশিই থাকার কথা স্বাগতিকদের। গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের সর্বশেষ পাঁচ ম্যাচে আগে ব্যাট করা দল গড়ে ১৯১ রান করে তুলেছিল। পাকিস্তানের রানও এর আশপাশেই আছে।

আবার এই মাঠে হওয়া পিএসএলের সর্বশেষ ৬ ম্যাচের ৪টিতেই জিতেছে পরে ব্যাট করা দল। বাংলাদেশ সেটা পারে কি না কিছুক্ষণ পরই বোঝা যাবে।

পাকিস্তান: ১৮ ওভারে ১৭৭/৬।

নিজের চতুর্থ ওভারে ১৯ রান দিয়েছেন রিশাদ। সব মিলিয়ে চার ওভারে ৫৫। এটি টি–টোয়েন্টিতে তাঁর সবচেয়ে খরুচে বোলিংয়ের একটি। এর আগে গত বছরের অক্টোবরের ভারতের বিপক্ষে দিল্লিতে ৪ ওভারে ৫৫ রানে দিয়েছিলেন। তবে সেবার ৩ উইকেট পেলেও এবার উইকেট ১টি।

রিশাদের প্রথম উইকেট

পাকিস্তান: ১৪ ওভারে ১৩৯/৫।

ঘটনাবহুল একটি ওভারই করলেন রিশাদ হোসেন। প্রথম বলে ছক্কা, পরের বলে চার। ব্যাটসম্যান হাসান নওয়াজ তৃতীয় বলও তুলে খেললেন। কিন্তু ক্যাচ নিতে পারলেন না ফিল্ডার পারভেজ হোসেন।

তবে চতুর্থ বলে রিশাদের হাতেই ক্যাচ দিলেন নওয়াজ (২২ বলে ৪৪)। নতুন ব্যাটসম্যান খুশদিল শাহ শেষ দুটি বল খেলে রান নিতে পারেননি।

অবশেষে থামল সালমান–ঝড়। ১২তম ওভারের শেষ বলে হাসান মাহমুদের ফুল টসে কাভারে তানজিদের ক্যাচ হয়েছেন পাকিস্তান অধিনায়ক। সালমানকে ফিরিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। ৩৪ বলের ইনিংসে ৮টি চার আর ১ ছক্কায় ৫৬ রান করেছেন সালমান।

শুরুতে দুই ওপেনারকে হারালেও ভালোভাবেই ধাক্কা সামলে উঠেছে পাকিস্তান। ইনিংসের প্রথম অর্ধেকে ৯৭ রান তুলেছে স্বাগতিকেরা। নিজের প্রথম ওভারে মোহাম্মদ হারিসকে আউট করা তানজিম পরের ওভারে দিয়েছেন ১৬ রান। তাঁকে টানা তিন বলে ৬, ৪, ৪ মেরে ফিফটি পূর্ণ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা (২৯ বলে ৫২)।

হারিস থেকে মিলল মুক্তি! পাওয়ার প্লের পর প্রথম ওভারে বল হাতে নিয়েছেন তানজিম হাসান। সাকিব ডাকনামের এই বোলারের তৃতীয় বল বাউন্ডারি ওড়াতে গিয়ে লং অনে তানজিদ হাসানের (তামিম) ক্যাচ হয়েছেন হারিস। আউট হওয়ার আগে ১৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করে গেছেন তিনি। নতুন ব্যাটসম্যান হাসান নওয়াজ।

টিভি সম্প্রচারের পিচ রিপোর্টে বলা হয়েছে, লাহোরে আজ তাপমাত্রা উঠেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েক দিন ধরে উইকেটে সূর্যের আলো পড়েছে। সদ্য সমাপ্ত পিএসএলে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে। এর মধ্যে আজকের উইকেটে ম্যাচ হয়েছে মাত্র দুটি।

বাউন্ডারির দূরত্ব উইকেটের সোজাসুজি দুই প্রান্তে ৬৩ মিটার করে। অফ সাইডেও ৬৩ মিটারই। তবে অন সাইডে ৬৯ মিটার।

টসে জিতেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। আগে ব্যাটিংয়ের কারণ হিসেবে ভালো সংগ্রহ গড়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টার কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, টসে জিতলে তিনি ফিল্ডিংই নিতেন। যার অর্থ দাঁড়ায়, দুই অধিনায়কেরই ইচ্ছা পূরণ হয়েছে।

বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজের সরাসরি ধারাবিবরণীতে সবাইকে স্বাগত। আজ তিন টি–টোয়েন্টির প্রথমটি। বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছে চলতি মাসেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে সিরিজটি শেষ হয়েছে ২–১ ব্যবধানের হারে। আর পাকিস্তান সর্বশেষ বিশ ওভারের ম্যাচ খেলেছে গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে পাকিস্তান হেরেছিল ৪–১ ব্যবধানে।

নিজেদের সর্বশেষ সিরিজে হেরে যাওয়া দুই দল এবার মুখোমুখি হারের যন্ত্রণা ভোলার অভিযানে।



0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন