মূল লক্ষ্য ৫ বলে ১০, বা ১০ বলে ১৫ রান : সোহান | The main goal is 10 off 5 balls, or 15 off 10 balls: Sohan

 মূল লক্ষ্য ৫ বলে ১০, বা ১০ বলে ১৫ রান : সোহান

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে কিপার হিসেবে নাম কুড়িয়েছেন নুরুল হাসান সোহান। তার কিপিং নিয়ে আসলেই কোনো প্রশ্নের অবকাশ নেই। আরও স্পষ্ট করে বললে, শুধু কিপিংয়ের কারণেই তিনি বিশ্বকাপ দলেও সুযোগ পেয়ে গেছেন। যেখান দলে লিটন দাস ও মুশফিকুর রহিমের মতো আরও দুই কিপার আছেন। সমস্যা হয়েছে সোহানের ব্যাটিংয়ে। ব্যাট হাতে কিছুতেই নিজেকে মেলে ধরতে পারছেন না।

সাড়ে ৪ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে প্রথম টি-টোয়েন্টিতে ৮ বলে ১৬ করে অপরাজিত থেকে জয় এনে দেন দলকে। এরপর অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ বলে ২২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। এই দুই ইনিংসের পর তার ব্যাটে আর কোনো ঝলক দেখা যায়নি। আধুনিক ক্রিকেটে শুধু কিপার হিসেবে একজন ক্রিকেটারের দলে জায়গা পাওয়া সম্ভব নয়। তাই সোহানকে নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজম্যান্ট।

সোহান নিজেও বুঝতে পারছেন তার ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। তবে তিনি রান পেতে আত্মবিশ্বাসী, 'টি-টোয়েন্টিতে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলে, দল থেকে খুব একটা চাওয়া থাকে না। কারণ, একেক সময় একেক পরিস্থিতি থাকে। যেমন, অনেক সময় ৫-৬ বল পাই, তখন চেষ্টা করি ওটাকে যতটুকু কাজে লাগানো যায়। আমার মনোযোগ এই দিকেই। দল যে জিনিসটা চাচ্ছে, সেটা হয়ত শতভাগ করতে পারিনি। কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাস আছে, আমি পারি। পরে সুযোগ এলে আমি অবশ্যই দল যেমন চায়, ৫ বলে ১০, বা ১০ বলে ১৫ রান, যেটাই চাইবে সেটা যেন করতে পারি। এটাই হবে মূল লক্ষ্য।'

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন