লিটনকে নিয়ে ‘যত রান তত মূল্যছাড়’ অফার, ক্ষেপেছেন স্ত্রী | The offer of ‘discount as much as the run’ with Liton, the wife got angry

 আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মোটেও সুবিধা করতে পারছে না। এতে তীব্র সমালোচনা হচ্ছে দলের সিনিয়র সদস্যদের পারফরম্যান্স নিয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় লিটন দাসের পারফরম্যান্স।

ব্যাট হাতে শুধু জ্বলেই উঠেননি, লিটন জয়ও এনে দিয়েছেন দলকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ রান করেন লিটন।

ডানহাতি এই ওপেনার রানের দিক থেকে ফর্মে নেই। পাঁচটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পেয়েছেন, তবে দলকে জেতাতে পারেননি।

এই ম্যাচের আগে লিটনকে নিয়ে কিছু প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশে ‘অফার’ চালু করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন যত রান করবেন; পোশাক, খাবার, বই ও ইলেকট্রনিক পণ্য ক্রয়ে পাওয়া যাবে তত ভাগ ডিসকাউন্ট বা মূল্যছাড়- এমন অফারের পোস্টগুলো দ্রুত ভাইরাল হতে থাকে ফেসবুকে। সৃষ্টি হয় হাস্যরসের।

বিষয়টি মেনে নিতে পারছেন না লিটনের স্ত্রী সঞ্চিতা দাস। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর এমন মানসিকতার কড়া সমালোচনা করেছেন তিনি।

ফেসবুকে নিজের প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে লিটন-পত্নী লিখেছেন, ‘কেউ রান করতে না পারলে বা ক্যাচ হাতছাড়া করলে সমস্যা হয় বিষয়টি এমন নয়। সমস্যাটা নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে বা তাদের নামে। মানুষ ঠাট্টা করছে বা কৌতুক বানাচ্ছে এটাতে আমাদের কোনো সমস্যা ছিল না, কারণ আমরা এতে অভ্যস্ত।’

লিটনকে নিয়ে 'যত রান তত মূল্যছাড়' অফার, ক্ষেপেছেন স্ত্রী
লিটনের রানে মূল্যছাড় দেওয়া বিকৃত মানসিকতা, বলছেন সঞ্চিতা।

তিনি আরও লিখেছেন, যখন দেখলাম তার (লিটন) নাম ব্যবহার করে কেউ কেউ তাদের ব্যবসায়িক ফায়দা লুটতে চাইছে বা পরোক্ষভাবে তার বাজে পারফরম্যান্স কামনা করছে, আমি ভাষাহীন হয়ে পড়লাম। ভেবে দেখুন, এত অশুভ এবং বিকৃত মনের মানুষ, যে কি না নিজের ব্যবসায়িক কৌশলের জন্য বাজে পারফরম্যান্সের প্রার্থনা করছে! লজ্জা!’

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন