বিশ্বকাপ মিশন শেষে নভেম্বরেই অস্ট্রেলিয়ায় একটি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিলো আফগানিস্তান ক্রিকেট দলের৷ কিন্তু, আফগানিস্তানে প্রমীলা ক্রিকেট বন্ধ হওয়ার প্রতিবাদস্বরুপ এই ম্যাচ স্থগিত করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)৷
সম্প্রতি রাজনৈতিক-পট পরিবর্তন ঘটেছে আফগানিস্তানে। দেশটিতে ক্ষমতায় বসেছে তালেবান সমর্থিত সরকার। অন্য অনেক কিছুর সাথে তারা পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট কাঠামোতে৷ তৈরি হয়েছে আফগানিস্তানে প্রমীলাদের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও৷ আর সেই সিদ্ধান্তের প্রতিবাদস্বরুপ গত সেপ্টেম্বরেই আফগানিস্তানের বিপক্ষের একমাত্র টেস্ট স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে তারা৷
অস্ট্রেলিয়া ক্রিকেটের অভিভাবক এই সংস্থা জানিয়েছে, “বিশ্বজুড়ে ছেলেদের সাথে সাথে মেয়েদেরও ক্রিকেটের উন্নতিতে সহায়তা করতে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তান তার ব্যতিক্রম নয়। তবে বর্তমান অনিশ্চিত পরিস্থিতি আরও পরিষ্কার না হওয়া পর্যন্ত এই টেস্ট স্থগিত করা জরুরি।”
WE’VE CONFIRMED UPDATES TO THE ’21-22 SCHEDULE, INCLUDING POSTPONEMENT OF THE SCHEDULED MEN’S TEST AGAINST AFGHANISTAN.
WE LOOK FORWARD TO HOSTING AFGHANISTAN PLAYERS IN THE BBL THIS SEASON, AS WELL AS BOTH AFGHANISTAN TEAMS IN THE FUTURE. FULL UPDATE: HTTPS://T.CO/ESGNREFGDC PIC.TWITTER.COM/VSOC6SAXN2
— CRICKET AUSTRALIA (@CRICKETAUS) NOVEMBER 5, 2021
টেস্ট সিরিজ স্থগিত করলেও, আফগানিস্তানের ক্রিকেটারদের অস্ট্রেলিয়া ভ্রমণে এবং বিগব্যাশে অংশ নিতে কোনো বাধা নেই৷ পরিস্থিতি স্বভাবিক হলে স্থগিতকৃত সিরিজটিও খুব শীঘ্রই আয়োজনের ইচ্ছা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া আরো জানিয়েছে যে, “বিগ ব্যাশে আফগান ক্রিকেটারদের আমন্ত্রণ জানাতে মুখিয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া । খেলাটির দারুণ দূত তারা। আমরা আশা করছি, আফগানিস্তানের মেয়েদের ও ছেলেদের দলকে আমন্ত্রণ জানানোও খুব দূর ভবিষ্যতের ব্যাপার নয়।”
আগামী ২৭ নভেম্বর হোবার্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের মধ্যকার একমাত্র এই টেস্ট ম্যাচ৷ ক্রিকেটের প্রাচীনতম এই সংস্করণে এই প্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হতো টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানিস্তান৷
একটি মন্তব্য পোস্ট করুন