টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে এরই মধ্যে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবু বিশ্বকাপ থেকে একটি সুখবর পাওয়ার ছিলো টাইগারদের। আজ (শনিবার) অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে সেটি পেয়েই গেলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বিশ্বকারের এবারের আসরে প্রথম রাউন্ডে খেলতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম পর্বে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সঙ্গে খেলে সুপার টুয়েলভে আসতে হয়েছে তাদের। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে আর এই প্রথম পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠা ১২টি দলই সরাসরি খেলবে ২০২২ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপে। অর্থাৎ চলতি আসরের মতো বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে না স্কটল্যান্ড ও নামিবিয়াকে।
এর বাইরে এবারের আসরের চ্যাম্পিয়ন-রানার্সআপ এবং এ দুই দলকে বাদ দিয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভে। অর্থাৎ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষস্থানীয় আটটি দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভে।
আজ অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সুবাদে র্যাংকিংয়ের আট নম্বরে থাকা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ দলের। যার ফলে আগামী বিশ্বকাপে আর প্রথম পর্ব খেলতে হবে না তাদের। সরাসরি সুপার টুয়েলভ থেকেই যাত্রা শুরু হবে টাইগারদের।
বিশ্বকাপ শুরুর আগে র্যাংকিংয়ের ছয় নম্বরে ছিলো বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে ২৩৪ পয়েন্ট নিয়ে নেমে যায় নয় নম্বরে। তবে সাত ও আট নম্বরে থাকা আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্টের ব্যবধান খুব বেশি ছিল না।
সাতে থাকা আফগানিস্তানের এখন রয়েছে ২৩৫ পয়েন্ট। বাংলাদেশের সমান ২৩৪ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আট নম্বরে ছিল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আজ অস্ট্রেলিয়ার কাছে হারের পর ২৩৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা।
যার ফলে আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। রোববার সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তারা হারলে র্যাংকিংয়ের সাতে উঠে যাবে বাংলাদেশ।
বিশ্বকারের এবারের আসরে প্রথম রাউন্ডে খেলতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম পর্বে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সঙ্গে খেলে সুপার টুয়েলভে আসতে হয়েছে তাদের। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে আর এই প্রথম পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠা ১২টি দলই সরাসরি খেলবে ২০২২ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপে। অর্থাৎ চলতি আসরের মতো বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে না স্কটল্যান্ড ও নামিবিয়াকে।
এর বাইরে এবারের আসরের চ্যাম্পিয়ন-রানার্সআপ এবং এ দুই দলকে বাদ দিয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভে। অর্থাৎ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষস্থানীয় আটটি দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভে।
আজ অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সুবাদে র্যাংকিংয়ের আট নম্বরে থাকা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ দলের। যার ফলে আগামী বিশ্বকাপে আর প্রথম পর্ব খেলতে হবে না তাদের। সরাসরি সুপার টুয়েলভ থেকেই যাত্রা শুরু হবে টাইগারদের।
বিশ্বকাপ শুরুর আগে র্যাংকিংয়ের ছয় নম্বরে ছিলো বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে ২৩৪ পয়েন্ট নিয়ে নেমে যায় নয় নম্বরে। তবে সাত ও আট নম্বরে থাকা আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্টের ব্যবধান খুব বেশি ছিল না।
সাতে থাকা আফগানিস্তানের এখন রয়েছে ২৩৫ পয়েন্ট। বাংলাদেশের সমান ২৩৪ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আট নম্বরে ছিল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আজ অস্ট্রেলিয়ার কাছে হারের পর ২৩৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা।
যার ফলে আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। রোববার সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তারা হারলে র্যাংকিংয়ের সাতে উঠে যাবে বাংলাদেশ।
একটি মন্তব্য পোস্ট করুন