স্কটল্যান্ডের বিরুদ্ধে রানরেট বাড়িয়ে নিজেদের ক্ষতিই করেছে ভারত! | India has hurt themselves by increasing the run rate against Scotland!

 

স্কটল্যান্ডের বিরুদ্ধে দ্রুত রান তাড়া করে কি আদতে ‘ট্যাকটিকাল’ ভুল করল ভারত? তাতে কি আরো হিতে বিপরীত হলো? আপাতত সেই প্রশ্নটাই উঠছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারত আদতে ভুলটা করে ফেলেছে।

কিন্তু কেন?

'সুপার ১২'-এর 'গ্রুপ ২' থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে লড়াই চলছে। আপাতত চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। নেট রানরেট +১.২৭৭। সমসংখ্যক ম্যাচে ভারত এবং আফগানিস্তানের পয়েন্ট চার। নেট রানরেটে আফগানিস্তানের থেকে এগিয়ে তিনে আছে ভারত। আফগানদের নেট রানরেট +১.৪৮১। বিরাট কোহলিদের নেট রানরেট +১.৬১৯। ভারতের সেই নেট রানরেট বেড়েছে স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয়ের জন্য। শুক্রবার স্কটল্যান্ডকে ৮৫ রানে আউট করে দেয় ভারত। সেইসাথে মাত্র ৬.৩ ওভারেই সেই রান তুলে নেয়। জয় আসে ৮ উইকেটে।

ওই পরিস্থিতিতে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড জিতে গেলে কোনো হিসাব-নিকেশ কাজে দেবে না। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হবেন কিউয়িরা। যদি আফগানিস্তান জিতে যায়, তখনই ভারতের সামনে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। রশিদ খানরা জিতে গেলে ভারত (নামিবিয়াকে হারাবে ধরে নিয়ে), নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট হবে ৬। নেট রানরেটের নিরিখে সবচেয়ে বেশি এগিয়ে থাকায় নিউজিল্যান্ড ছিটকে যাবে। লড়াইটা হবে আফগানিস্তান ও ভারতের মধ্যে। আর পুরোটাই নেট রানেরেটের ভিত্তিতে। সেখানেই আশঙ্কার কালো মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

ওই মহলের বক্তব্য, এত দিন আফগানরা নেট রানরেটে এগিয়ে থাকায় কিউয়িদের বিরুদ্ধে এক রানে জিতলেও লাভ ছিল। কিন্তু ভারত নেট রানরেটে এগিয়ে যাওয়ায় আফগানদের জিততে তো হবেই, সেইসাথে বড় ব্যবধানে জিততে হবে। তবেই সেমিফাইনালে যেতে পারবে। সেই পরিস্থিতিতে আফগানিস্তানরা আক্রমণাত্মক খেলতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। পরপর উইকেট হারিয়ে চাপ পড়ে কিউয়িদের বিরুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কা বেড়েছে। তাই আখেরে ভারত ‘ট্যাকটিকাল’ ভুল করেছে বলে মনে করছেন অনেকেই।

তবে সেই তত্ত্বে বিশ্বাসী নন অনেকেই। তাদের বক্তব্য, আফগানরা তো নেট রানরেট বেশি করার চেষ্টা এমনিতেই করত। কারণ ভারত নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দিতে পারার বিষয়টিও রশিদদের মাথায় থাকত। যে ম্যাচ আগামী ৮ নভেম্বর হবে। ফলে ভারত কোনো ‘ট্যাকটিকাল’ ভুল করেনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন