অপেক্ষা ছিল ৫ রানের। মোহাম্মদ রিজওয়ানের লাগল ৯ বল। ব্র্যাড হুইলের বলটা লেগ সাইডে খেলে পাকিস্তানি ওপেনার নিলেন সিঙ্গেল। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন রিজওয়ানের। পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা ক্রিস গেইলের রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শারজাহতে রোববার স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি নিজের করে নেন ২৯ বছর বয়সী রিজওয়ান।
২০১৫ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ৬৬৫ রান করে রেকর্ডটা গড়েন গেইল। তাকে ছাড়িয়ে যেতে রিজওয়ানের লাগল ৩৮ ইনিংস।
মাইলফলক অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি রিজওয়ান। আউট হয়ে যান এ দিন ১৯ বলে ১৫ রান করে।
২০১৬ সালে ১ হাজার ৬১৪ রান করে এই রেকর্ডের তিনে বিরাট কোহলি। ২০১৯ সালে ১ হাজার ৬০৭ রান করে রেকর্ডের চারে বাবর আজম। স্কটিশদের বিপক্ষে এই ম্যাচের আগে এ বছরও বাবরের ১ হাজার ৫৬১ রান হয়ে গেছে।
স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডের আগে এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও রিজওয়ান করে ফেলেন বেশ আগেই। এখন তার সামনে হাতছানি প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে হাজার রান ছোঁয়ার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার রান এ বছর ৯৬৬।
একটি মন্তব্য পোস্ট করুন