নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু | The mysterious death of the pitch curator of the New Zealand-Afghanistan match

 

সেমিফাইনালের দৌড়ে আবুধাবি শেষ জায়েদ স্টেডিয়ামের মাঠে লড়ছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

প্রথমে ব্যাট করে ১২৪ রানে অলআউট হয়ে গেছে আফগানরা। অর্থাৎ সেমির টিকিট কাটতে কিউইদের লাগবে ১২৫ রান।

সেই লক্ষ্যে ব্যাট হাতে যখন ২২ গজে লড়াইয়ে ব্যস্ত কিউইরা তখন বাতাসে ভেসে এলো কঠিন এক দুঃসংবাদ। এই ম্যাচের পিচ  কিউরেটর মোহন সিংয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার বয়স হয়েছিল ৪০ বছর।

আবুধাবি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মোহন সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মোহন সিংয়ের এমন আকস্মিক মৃত্যুর কারণ জানা যায়নি। এরই মধ্যে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।

ভারতীয় নাগরিক মোহন সিং ছিলেন এই ম্যাচের পিচ তৈরির দায়িত্বে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালনও করেন তিনি। সব দিক থেকেই সুস্থ্য ছিলেন গতকালও। কিন্তু আজ (রোববার) ম্যাচ শুরুর আগেই তার নিজের রুম থেকে উদ্ধার করা হয়েছে মরদেহ। 

মোহন সিংয়ের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের সাবেক প্রধান কিউরেটর দালজিত সিং। তিনি বলেছেন, ‘খুবই মর্মান্তিক খবর। মোহন আমার কাছের মানুষ ছিল। সে ছিল কঠোর পরিশ্রমী ও নিবেদিত কর্মী। তার পরিবারের জন্য শোকসন্তপ্ত পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশ করছি।’

তথ্যসূত্র: এএনআই, ডেইলি সাবা

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন