অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন আগুয়েরো? | Aguero is going to announce retirement?


গুঞ্জন ছিলই। এবার তা বাস্তব হতে পারে। কাতালান সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছে, আগামীকাল বুধবার অবসরের ঘোষণা দেবেন আগুয়েরো। হার্ট সমস্যার কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন আগুয়েরো। বার্সার হয়ে প্রথম ম্যাচে ৪১ মিনিট পর মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন। সেই ঘটনার জেরেই অবসর নিচ্ছেন তিনি।

নভেম্বর মাসে এক বিবৃতিতে বার্সার তরফে জানানো হয়েছিল, আগুয়েরোর এখন চিকিত্‍সা চলছে। ডঃ জোসেফ ব্রুগাডার অধীনে আছেন তিনি। প্রথম ম্যাচে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই আগুয়েরোর শারীরিক পরিস্থিতি নিয়ে নানা কথা বলা হচ্ছিল। প্রাথমিক চিকিত্‍সার পর জানা যায়, আগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। তিন মাস মাঠে নামতে পারবেন না তিনি। তখনই বলা হচ্ছিল, তার হার্টের যা সমস্যা, তাতে ফুটবল খেলা সম্ভব নয়। সেই আশঙ্কাই সত্যি করে অবসর নিতে চলেছে আর্জেন্টেনিয়ান। 

কাতালান সাংবাদিক এমিলিও পেরেজ রেডিও মার্কায় বলেন, 'বুধবারে একটি অনুষ্ঠান আছে, যেখানে আগুয়েরো ফুটবল থেকে তার অবসরের ঘোষণা দেবেন। মনে হচ্ছে, কয়েক সপ্তাহ আগেই সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে।'


গত জুনে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফার ফি তে বার্সেলোনায় মিশন শুরু করেন আগুয়েরো। ১০ কোটি ইউরো বাইআউট ক্লজে আগুয়েরোকে কিনেছিল বার্সেলোনা।

প্রায় এক দশক আগে সোয়ান সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগে অভিষেক হয়েছিল আগুয়েরোর। সে ম্যাচের ৬০ মিনিটে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন