পাকিস্তানে নয়, বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিলেন প্লেসি-নারিন-মইন | Plessis-Narin-Moin decided to play in Bangladesh, not Pakistan


বাংলাদেশে যখন বিপিএল শুরু হবে, তার এক সপ্তাহ পরই পাকিস্তানে শুরু হয়ে যাবে পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। তবে পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগে নয়, বাংলাদেশের বিপিএলেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন এবং ইংল্যান্ডের মইন আলি।

এই তিন ক্রিকেটারই খেলবেন দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজিং ডিরেক্টর নাফিসা কামাল মিডিয়াকে এ তথ্যই নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য এ তিন ক্রিকেটারকে এক প্রকার ছিনিয়েই নিয়েছেন।

২০ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে বিপিএলের অষ্টম আসর। টুর্নামেন্টটি চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে পিএসএলের সপ্তম আসর। দুটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট প্রায় একই সময়ে পড়ে যাওয়ায় বিদেশী ক্রিকেটাররাও হিসেব-নিকেশ করে তাদের নাম লিখতে যাচ্ছেন পিএসএল কিংবা বিপিএলে।

বিপিএলে খেলবেন বলে ফ্যাফ ডু প্লেসি, সুনিল নারিন এবং মইন আলি পিএসএলের প্লেয়ার ড্রাফটেই তাদের নাম তোলেননি। তার আগেই এই তিন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দুই টুর্নামেন্ট একই সঙ্গে শুরু হবে বলে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। কারণ বিপিএল কর্মকর্তারা আশা করছেন, পর্যাপ্ত পরিমাণে বিদেশী খেলোয়াড় তারা পাবেনই। এছাড়া ঘরোয়া ক্রিকেটারদের যেহেতু প্রাধান্য দেয়া হবে, তাতে বিষয়টা আরো সহজ হয়ে যায়। প্রতিটি দলের একাদশে বিদেশি তিনজন করে বিদেশি খেলোয়াড় খেলার অনুমতি প্রদান করা হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বলেন, ‘বিপিএলের সঙ্গে পিএসএলের সূচি সংঘর্ষের বিষয়টি নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। চলতি মাসেই আমরা খেলোয়াড় ড্রাফটের আয়োজন করতে যাচ্ছি। আমাদের চিন্তার বিষয় হলো করোনা ভাইরাসের পরিস্থিতি।’ 

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন