নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন সুজন | Sujan gave the good news from New Zealand

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বুধবার (১৫ ডিসেম্বর) করোনায় আক্রান্ত হয়েছেন। কোচের পাশাপাশি আইসোলেশনে রাখা হয়েছে মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজসহ দলের নয় সদস্যকে। এতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার জন্ম দিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে।

তবে একদিন পরই সবাইকে ভালো খবর দিলেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে এক ভিডিও বার্তায় সুজন বলেছেন, ‘এখানে আজ ভালো খবর আছে। সবাই কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছে। আমাদেরকে এখানে ট্রেনিং করার সুযোগ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজ আমরা অনুশীলনেও গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে মাঠে নামতে পারিনি। আমাদের জিম সেশন হবে। কালকে আমরা কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেরিয়ে টিম হোটেলে আইসোলেশনে চলে যাবো। যারা ইয়োলো ব্যান্ড পরা ছিল তারা এখানে ২০ তারিখ পর্যন্ত থাকবে। আমরা চলে যাওয়ার পর কাল থেকে ওরা জিম ব্যবহার করতে পারবে।’

তিনি বলেন, ২১ তারিখ তারা সবাই আমাদের সঙ্গে হোটেলে চেক ইন করবে। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে আলাদা রাখা হয়েছে। বাকিরা সবাই সুস্থ আছে।’

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন