বাবর আজমের চেয়েও ভালো অধিনায়ক রিজওয়ান: শাহীন আফ্রিদি | Rizwan is a better captain than Babar Azam: Shaheen Afridi


অধিনায়ক হিসেবে পাকিস্তান দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন বাবর আজম। দল বিশ্বকাপ জিততে না পারলেও তাঁর অধিনায়কত্বের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অথচ বাবরকে সেরা অধিনায়ক মানতে নারাজ তাঁর দলেরই গতি তারকা শাহিন শাহ আফ্রিদি। বাবর আজমের চেয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে সেরা অধিনায়ক মনে করেন শাহিন।

আগামী মৌসুমের জন্য পাকিস্তান সুপার লীগে লাহোর কালান্দার্সের অধিনায়ক হয়েছেন শাহিন আফ্রিদি। সংবাদ সম্মেলনে তাঁকে সেরা অধিনায়ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে রিজওয়ানকে বেশি পছন্দ করি। আমি ওর সঙ্গে ঘরোয়া ক্রিকেট শুরু করেছিলাম। তাই আমি ওকে সেরা অধিনায়ক বলব। জাতীয় দলের অধিনায়ক বাবরকে আমি দ্বিতীয় স্থানে রাখব।’

তবে ব্যাটার বাবরের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি। তিনি বলেন, ‘বাবর আমার সবচেয়ে প্রিয় ব্যাটার। অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে সে। তার অধিনায়কত্বে আমরা বড় সাফল্য পেয়েছি।’

২০২১ সালে রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান সুপার লীগ জেতে মুলতান সুলতানস। ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারায় তারা। ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন রিজওয়ান। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে টি-টোয়েন্টিতে দুই হাজারের বেশি রান করেছেন তিনি।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন