নিউজিল্যান্ডে রান পেতে হলে কী করতে হবে জানালেন মুশফিক | Mushfiqur said what to do to get a run in New Zealand


সব শঙ্কা কাটিয়ে অবশেষে কোয়ারেন্টাইন মুক্ত হয়ে নিউজিল্যান্ডে খোলা আকাশের নিচে অনুশীলনে নামলো সফররত বাংলাদেশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) প্রথমবারের মতো ব্যাট-বলে অনুশীল করলো টাইগাররা। 

দীর্ঘ ১১ দিন পর মাঠে নামার সুযোগ পেলেন। প্রথমে গা গরম করতে ফুটবল খেলেন ক্রিকেটাররা। পরে ব্যাটিং ও বোলিং অনুশীলনে গভীর মনোযোগ দেন মুমিনুল বাহিনী।

জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘বাইরে বের হতে পেরে খুব ভালো লাগছে। রুমে আটকে থাকার দিনগুলো ছেলেদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ঝকঝকে রোদ, নীল আকাশে বের হতে পেরে ছেলেরা অনেক খুশি। আগামী দুই দিন একাগ্রচিত্তে অনুশীলন করতে হবে। তাউরাঙ্গা গিয়ে আমরা ৬ দিন সময় পাব। আশা করছি সবাই যথেষ্ট প্রস্তুত হয়ে নিতে পারবে।’

প্রথম টেস্টের জন্য আগামী শুক্রবার তাউরাঙ্গা যাবে বাংলাদেশ দল। তার আগে বুধ ও বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিতে চান ডমিঙ্গো।

নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা মুশফিকুর রহিম তুলে ধরলেন তার অভিজ্ঞতার ঝুলি। এমনিতে পেস ও বাউন্সি উইকেটে উপমহাদেশের ব্যাটসম্যানদের তীব্র চ্যালেঞ্জ থাকলেও মুশফিক জানালেন, নিউজিল্যান্ডের উইকেটে আছে প্রচুর রান। তা পেতে হলে দেখাতে হবে নিবেদন, ধরতে হবে ধৈর্য, নিউজিল্যান্ডে সাদা বল ও লাল বলে বেশ বড় তফাৎ আছে। লাল বলে শুরুতে বোলারদের জন্য কিছু না কিছু থাকে। কিন্তু কেউ যদি থিতু হতে পারে তাহলে অনেক রান আছে। কারণ এখানকার উইকেটে ভালো বাউন্স থাকে। বল সুন্দর করে ব্যাটে আসে।’

নিউজিল্যান্ডের মাঠে এখন পর্যন্ত ৪ টেস্ট খেলে ৮ ইনিংসে ৩১.৭১ গড়ে মুশফিক করেছেন ২২২ রান। আছে এক সেঞ্চুরি। ২০১৭ সালে ওয়েলিংটনে করেছিলেন ১৫৯ রান। 

ওয়েলিংটনে সেই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ৮ উইকেতে ৫৯৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল। মুশফিকে ছাপিয়ে আরেকজন ছিলেন সফল। ২১৭ রান করা সাকিব আল হাসান এই সিরিজে নেই।

প্রথম ইনিংসে এত বড় রান করেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থতায় ম্যাচ হেরেছিল বাংলাদেশ। নিউজিল্যাডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে সব সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলেও জয় নেই বাংলাদেশের, এমনকি কোন টেস্ট ড্রও করতে পারেনি। এবার ভিন্ন কিছু করতে হলে ব্যাটসম্যানদেরই নিতে হবে মূল দায়িত্ব। মুশফিকের কথা মেনে নিউজিল্যান্ডের মাঠে রান বের করার পথে মুমিনুল হকরা হাঁটতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

১ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। 

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন