অধিনায়ক হিসেবে তোমার কাজটা কী? অ্যাডিলেডে পরাজয়ের পর রুটকে তুলোধোনা পন্টিংয়ের | What is your job as a captain? After the defeat in Adelaide, Root was replaced by Tulodhona Ponting


চলতি অ্যাশেজে ইংল্যান্ডের বিপর্যয় অব্যাহত! ব্রিসবেনের পর অ্যাডিলেডেও জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ২৭৫ রানে গুঁড়িয়ে চলতি অ্য়াশেজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্ট হারের জন্য ইংলিশ অধিনায়ক জো রুট দুষেছেন তার বোলারদের। রুটের বক্তব্য তার বোলারদের ফুল লেন্থে বল পিচ করা দরকার ছিল। পাশাপাশি তিনি সাহসী পারফরম্যান্স আশা করেছিলেন।

রুটের এহেন মন্তব্য়ে বেজায় চটেছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং। পন্টিং চলতি অ্য়াশেজে রয়েছেন ধারাভাষ্যকারদের প্যানেলে। রুটের মন্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন পন্টিং। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলেন, ‘আমি যখন রুটের মুখে বোলারদের লেন্থ নিয়ে বক্তব্য শুনেছিলাম, কার্যত সিট থেকেই পড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি অধিনায়ক কেন? তুমি তোমার বোলারদের প্রভাবিতই তো করতে পার না যে, কোন লেন্থে বল করা উচিত তাদের। রুট তুমি মাঠে আছ কী করতে?’

পন্টিং আরো বলেন, ‘রুট যা ইচ্ছা বলতে পারে। তবে ও যখন অধিনায়ক তাহলে ওর এই বোধ থাকা উচিত যে, ওর কথা শুনে বোলাররা যেন সেই জায়গায় বল করে। নাহলে ওদের সরিয়ে দাও। ব্য়াপারটা অত্যন্ত সহজ। তাহলে রুট অন্য কাউকে সুযোগ দিক। যার সঙ্গে বোলারদের কথোপকথন ততটাই শক্তিশালী হবে যে সে বুঝিয়ে বলতে পারবে। এটাই ক্যাপ্টেনসি।’

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন