আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার ব্যবহৃত জিনিস কেনার লোক পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত প্রায় ৮৭টি জিনিস নিলামে তোলার দায়িত্ব পেয়েছিল একটি সংস্থা। গতকাল রবিবার সেগুলো নিলামে তোলা হলেও ক্রেতা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে নিলামের মেয়াদ বাড়ানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, লাতিন আমেরিকা, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এবং দুবাইজুড়ে নিলামে অংশ নিয়েছিলেন ১৫০০ জনেরও বেশি ক্রেতা।
অবিক্রীত জিনিগুলোর মধ্যে আছে ম্যারাডোনার সমুদ্রতীরবর্তী অ্যাপার্টমেন্ট, দুটি বিএমডাব্লিউ গাড়ি এবং তার বাবা-মায়ের জন্য বাড়ি। বাবা-মায়ের জন্য কেনা বাড়িটির মূল্য ধরা হয়েছিল ৯ লাখ ডলার। ৬৫ হাজার ডলার ধরা হয় সমুদ্রতীরবর্তী অ্যাপার্টমেন্টটির। এ ছাড়া দুটি বিএমডাব্লিউ গাড়ি, যার দাম ছিল ২২৫০০০ ডলার এবং ১৬৫০০০ ডলার। সেই সঙ্গে ছিল হুন্দাই ভ্যানের মূল্য, যা ৩৮ হাজার ডলার। কিন্তু এগুলোর জন্য কোনো ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি।
নিলামে ম্যারাডোনার ব্যবহৃত নীল ফিতা যুক্ত খড়ের টুপির ভিত্তি মূল্য ছিল ২০ ডলার। প্রথম প্রস্তাব ছিল ৫০ ডলার। শেষ পর্যন্ত ৩২০ ডলারে কিনে নেন এক ক্রেতা। এ ছাড়া ভেনিজুয়েলার পতাকার রঙের একটি টুপিও নিলাম হয়েছে ৫২০ ডলারে। যেটি স্বয়ং দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর কাছ থেকে পেয়েছিলেন ম্যারাডোনা। আন্দালুসিয়ান গিটারিস্ট ভিসেন্টে অ্যামিগো স্বাক্ষরিত একটি গিটার বিক্রি হয়েছে ১০০০ ডলারে। সব মিলিয়ে আনুমানিক দেড় মিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পত্তি নিলামে তোলা হয়েছিল। কিন্তু বিক্রি হয়েছে মাত্র ২৬ হাজার ডলার।
একটি মন্তব্য পোস্ট করুন