বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে আসছে সিডন্স | Siddons is coming as the batting coach of Bangladesh team


২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেমি সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মাঝে কয়েকবার হেড কোচ হিসেবে তার নাম শোনা গেলেও এবার তিনি আর হেড কোচ হিসেবে নয়, ব্যাটিং কোচ হয়ে আসছেন।

জানা গেছে, বিশ্বকাপের আগেই গুঞ্জন উঠেছিলো সিডন্সকে ব্যাটিং কোচ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সিডন্স রাজি না হওয়াতে সেটা হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এবার মোটামুটি সব কথা চূড়ান্ত, সবকিছু ঠিক থাকলে আগামী বছর (২০২২) ফেব্রুয়ারির একদম শুরু থেকেই দায়িত্ব পালন করবেন এ অস্ট্রেলিয়ান।

৫৭ বছর বয়সী জেমি সিডন্স আন্তর্জাতিক ক্রিকেটে সুনাম অর্জন করতে না পারলেও অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণির ক্রিকেটের পরিচিত মুখ। সেখানে তার ৩৫ টি সেঞ্চুরি আর ৫৩ হাফসেঞ্চুরি সহ ১১ হাজারের ওপর (১১৫৮৭) রান রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে একবার মাত্র প্রতিনিধিত্ব করেছেন। সেটা পাকিস্তানের বিপক্ষে ১৯৮৮ সালে ওয়ানডেতে।

আন্তর্জাতিক ক্যারিয়ার বড় না হওয়ায় সিডন্স ঝুঁকে পড়েন কোচিংয়ে। ব্যাটিং কোচ হিসেবে তিনি সারাবিশ্বেই সমাদৃত। বাংলাদেশের আশরাফুল, তামিম, মুশফিক, সাকিব ও রিয়াদদের পরিণত হওয়ার পেছনেও আছে এ অস্ট্রেলিয়ানের হাতের ছোঁয়া। ব্যাটিং দুর্বলতা কাটাতে তাই এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ করার সিদ্ধান্ত বিসিবির।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন