অবশেষে নিউজিল্যান্ডে অনুশীলনে মুমিনুলরা | Believers finally practice in New Zealand


সূচি অনুযায়ী আগামীকাল থেকে শুরু হওয়ার কথা ছিল প্রথম প্রস্তুতি ম্যাচ। তবে কোয়ারেন্টিন জটিলতা কাটিয়ে নিউজিল্যান্ডে আজই প্রথমবারের মতো অনুশীলনে নামতে পারলেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। যাত্রাপথে বিমানে সহযাত্রীর এবং পরে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস পজিটিভ আসার পর কোয়ারেন্টিনের সময়সীমা বেড়েছিল বাংলাদেশ দলের।

নিউজিল্যান্ডের সর্বশেষ সফরে ১৪ দিন কোয়ারেন্টিন করতে হলেও এবার সেটি হওয়ার কথা ছিল সাত দিন। তবে করোনাভাইরাস পজিটিভ কেসের কারণে জট পাকিয়ে গিয়েছিল পুরো সূচি নিয়েই। কোয়ারেন্টিনের সময় বাড়ানো হয়েছিল, এমনকি সফরের সূচি বদলাতে পারে—এমন ইঙ্গিতও দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

তবে ১৯ ডিসেম্বর চতুর্থ দফা করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ আসার পর আজ থেকেই অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আজ নেমে পড়েছেন তাঁরা। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, সময়টা কঠিন ছিল তাঁদের জন্য, ‘বাইরে বের হতে পেরে দারুণ লাগছে। ১১ দিন ঘরবন্দী থাকাটা বেশ চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। নীল আকাশের নিচে রৌদ্রজ্জ্বল পরিবেশে বের হয়ে মাঠে আসতে পেরে, বল পেটাতে পেরে তারা খুশি।’

আপাতত আবারও মানিয়ে নেওয়াটাই প্রধান লক্ষ্য, ডমিঙ্গো জানিয়েছেন সেটাও, ‘আগামী দু-এক দিন হালকা মেজাজে অনুশীলন হবে, যাতে ছেলেরা ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে আবারও অভ্যস্ত হতে পারে। এরপর দুই টেস্ট সিরিজের আগে তাউরাঙ্গায় ছয় দিনের অনুশীলনে যখন যাব, আশা করি সবাই আবার নিজেদের গতি ও ছন্দ ফিরে পাবে। টেস্টের জন্য যে মানের প্রস্তুতি দরকার, সেটা হবে।’

বিসিবির পাঠানো ভিডিওতে অনুশীলনে নেটে ব্যাটিং করতে দেখা গেছে মুশফিককে। পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে নেটে ছিলেন তাসকিন আহমেদ, আবু জায়েদরাও। পেসারদের দেখা গেছে সংক্ষিপ্ত রান-আপে বোলিং করতে।

নেটে মুশফিকুর রহিমকে বোলিং করছেন তাইজুল ইসলাম
নেটে মুশফিকুর রহিমকে বোলিং করছেন তাইজুল ইসলাম

এর আগে দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছিলেন, আজ অনুশীলন শেষেই হোটেলে উঠে যাবেন তাঁরা, ‘অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’

আগের সূচি অনুযায়ী, এ সফরে খেলার কথা ছিল দুটি প্রস্তুতি ম্যাচ—প্রথমটি নিজেদের মধ্যে ভাগ হয়ে, পরেরটি নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে। নববর্ষে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। এ সিরিজের জন্য আগামী বৃহস্পতিবার দল ঘোষণা করতে পারে নিউজিল্যান্ড। কনুইয়ের পুরোনো চোটের কারণে খেলতে পারবেন না অধিনায়ক কেইন উইলিয়ামসন।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন