মেসি-নেইমারের অনুপস্থিতি বুঝতে দিলেন না এমবাপ্পে | Mbappe did not let Messi-Neymar's absence be understood


লিগ কাপের ম্যাচ হওয়ায় পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বিশ্রামে রেখেছিলেন লিওনেল মেসিকে। আর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। এমন দুই মহাতারকার অনুপস্থিতি বুঝতে দেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলে ফিগনিসকে ৩-০ গোলে হারায় পিএসজি। তৃতীয় গোলটি করেন ইকার্দি।

রোববার (১৯ ডিসেম্বর) রাতে পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে ফরাসি কাপে শুভসূচনা করল পিএসজি। দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। পেনাল্টি থেকে আরেকটি গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাওরো ইকার্দি। তবে এমবাপ্পেকে ফাউল করেই পেনাল্টি পেয়েছিল পিএসজি। 

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ফিগনিস গোলরক্ষক। ১২ মিনিটে সার্জিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

তবে ১৬ মিনিটে এসে ভুল করে বসে ফিগনিস। এমবাপ্পেকে আটকাতে গিয়ে ডি বক্সে ফাউল করে বসে ফিগনিস ডিফেন্ডার। যার সুবাদে পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করেন।

৩১ মিনিটে ফের বিপজ্জনক জায়গায় এমবাপ্পেকে ফেলে দেয়। তবে এবার নিজে পেনাল্টিতে গোল না করে গোল করার সুযোগ করে দেন ইকার্দিকে। এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন সেই এমবাপ্পেই।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। তিন গোল দেওয়ার পরও চড়াও হয়ে খেলছিল পিএসজি। তবে স্বাগতিক গোলরক্ষক ইয়ান লে মিউর দক্ষতায় পাড় পেয়ে যায় ফিগনিস। এই ম্যাচে আবারও চোট কাটিয়ে মাঠে নেমেছেন সার্জিও রামোস। 

এই জয়ে ফরাসি কাপের শেষ ৩২-এ পৌঁছে গেল পিএসজি। 

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন