টেস্ট ক্রিকেটের একমাত্র চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রের শিরোপা জিতেছে তারা। শুধু তাই নয়, ঘরের মাঠে অপ্রতিরোধ্য একটি দল হিসেবে পরিচিতি লাভ করেছে কিউইরা। সবশেষ পাঁচ বছরে টানা ১৭ টেস্টে অপরাজিত কিউইদের ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। একই সঙ্গে ১১ বছর পর এশিয়ার কোন দেশ হিসেবে কিউইদের মাটিতে জয়ের দেখা পাওয়া দলও বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে টানা ৩২ ম্যাচে হেরেছে বাংলাদেশ। তার মধ্যে ৯ টেস্টের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হার। সব মিলিয়ে কিউইদের মতো শক্তিশালী দলের বিপক্ষে পিছিয়ে থাকা টাইগারদের এমন জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের সফলতম সেরা ব্যাটার রস টেইলর। তার মতে, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের হার বিশ্ব ক্রিকেটের জন্য ভালো।
মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টের পাঁচ দিনে হওয়া ১৩ সেশনের দশটিতে একক আধিপত্য ছিল বাংলাদেশের বোলার ও ব্যাটারদের। তবে তিন সেশনে মোটামুটি লড়াই করতে পেরেছিল স্বাগতিকরা। কিউইদের এমন হারের পর টেইলর বলেন, ‘যখন আপনার লম্বা ক্যারিয়ার হবে, তখন উচু-নিচু দেখবেন। যদি আপনি এখানে নিরপেক্ষ জায়গা থেকে দেখেন, তাহলে এটা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো।’
টেস্ট ক্রিকেটে ছোট দলগুলোর এমন জয় আরও দেখতে চান টেইলর। কেননা ছোট দলগুলো জয় না পেলে এই ফরম্যাটে আগ্রহ হারাতে আর তাতে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত আশঙ্কাজনকভাবে দুমড়েমুচড়ে পড়তে পারে। ৩৭ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘বাংলাদেশ দলের এখানে (নিউজিল্যান্ড), টেস্ট জেতা, ক্রিকেটের জন্য আমার মনে হয় না এটা খারাপ ফল। হ্যাঁ, আমাদের জন্য এটা হতাশার। আমরা সেভাবে লড়াই করতে পারিনি, গোটা সময়েই আমরা স্রেফ উড়ে গিয়েছি। তবে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশের মত দলের ভালো করা দরকার।’
বাংলাদেশের এমন জয়ের পর দলের ভবিষ্যতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন টেইলর। ক্যারিয়ারের পড়ন্ত সময়ে এসে বাংলাদেশের টেস্ট ভবিষ্যতকে আরও সুন্দর দেখার প্রত্যশা জানিয়ে তিনি বলেন, ‘এই জয় বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাস দিবে। কেবল এই সফরের জন্য নয়, তারা এরপর আগামী বছরগুলোতে যেখানেই যাবে।’
একটি মন্তব্য পোস্ট করুন