বাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 


সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে লড়াইটাও করতে পারেনি। ৩৭ রানের বড় হারে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি তাই পরিণত হয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। এই ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কদিন আগে তিন ম্যাচেই টস হেরেছিলেন লিটন দাস, হতাশাজনকভাবে সিরিজও হারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও টস ভাগ্য পক্ষে আসেনি তার। টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে  প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতলে আগে ফিল্ডিং নিতেন বলে জানান লিটন। সেদিক থেকে খুব একটা হতাশ হওয়ার কথা নয় তার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে একাদশ খেলিয়েছিলো বাংলাদেশ, সেই একাদশে কোন বদল আনা হয়নি।

অর্থাৎ তিন পেসার, দুই স্পিনারের সঙ্গে ছয় বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলতে নেমেছে লাল সবুজের প্রতিনিধিরা। 


0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন