চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা দেম্বেলে, সেরা উদীয়মান দুয়ে

 


পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ধারাবাহিকভাবে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন উসমান দেম্বেলে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া দিজিরে দুয়ে জিতেছেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা ঘরে তোলে পিএসজি। পরদিন বিভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

ব্যালন ডি’অরের জন্য বিবেচিত সময়সীমা প্রতি বছরের ১ আগস্ট থেকে পরের বছরের ৩১ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে আর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই, ফলে বর্তমান ফর্ম ও অর্জনের বিচারে অনেকটাই এগিয়ে দেম্বেলে।

তবে চ্যালেঞ্জও রয়েছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা রাফিনহা ও সালাহর মতো তারকারা গোল ও অ্যাসিস্টে দেম্বেলেকে ছাড়িয়ে গেছেন। রাফিনহা করেছেন ৫৭ ম্যাচে ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট, সালাহর গোল ৩৪টি, অ্যাসিস্ট ২৩টি। কিন্তু দলগত ট্রফির দিক থেকে তারা দেম্বেলের চেয়ে পিছিয়ে।

সব মিলিয়ে দেম্বেলেকে ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে ভাবা এখন নিছক কল্পনা নয়। তার দুর্দান্ত মৌসুম ও নেতৃত্বের ছাপেই এবার ব্যালন ডি’অরের মঞ্চে উঠে আসতে পারেন পিএসজির এই ফরাসি উইঙ্গার।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন