বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নাটকীয় হারের শিকার হল ওয়ালটন মধ্যাঞ্চল। দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রতিপক্ষ ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের কাছে মাত্র ১০ রানের ব্যবধানে হেরেছে তারা।
জয়ের জন্য মধ্যাঞ্চলের লক্ষ্য ছিল ১৯৯ রান। ১ উইকেটে ৮৭ রান নিয়ে খেলতে নেমে মধ্যাঞ্চল ভালোভাবেই শুরু করেছিল চতুর্থ ও শেষ দিন। ৪২ রানে অপরাজিত মোহাম্মদ মিঠুন ও ৩৩ রানে অপরাজিত সৌম্য সরকার দুজনই তুলে নেন অর্ধশতক।
দ্বিতীয় উইকেটে গড়া তাদের ১২০ রানের পার্টনারশিপ ভাঙে দলীয় ১৪৫ রানে। সৌম্যর বিদায়ের পরের ওভারে সাজঘরে ফেরেন মিঠুনও। সৌম্য ১৩৯ বলে ৭৩ ও মিঠুন ৯৮ বলে ৬০ রান করে বিদায় নিলে তাসের ঘরের মত ভেঙে পড়ে মধ্যাঞ্চলের ব্যাটিং লাইনাআপ।
শেষপর্যন্ত দলটি গুটিয়ে যায় ১৮৮ রানে, দ্বিতীয় সেশনের শুরুতেই। শেষ দিনে দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন আর মাত্র দুইজন (সালমান হোসেন ইমন ৫১ বলে ১৮ ও রবিউল হক ১৯ বলে অপরাজিত ১৪)। পূর্বাঞ্চলের পক্ষে নাঈম হাসান একাই শিকার করেন ৬টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস : ২৪৫/১০ (৮৩.৫ ওভার)
দিপু ৭২, নাঈম ৪০*
রনি ৯৩/৫, মুরাদ ৪৭/৩
ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস : ২২৭/১০ (৮৯.৩ ওভার)
জাকের ৯২, তাইবুর ৭৬, রবিউল ২৬
তানভীর ৪২/৩, পায়েল ৪৯/৩
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ২য় ইনিংস : ১৮০/১০ (৪৬.৫ ওভার)
নাঈম ৬৮, প্রীতম ৫৪
মুরাদ ৩৭/৪, রনি ২৬/২
ওয়ালটন মধ্যাঞ্চল ২য় ইনিংস : ১৮৮/১০ (৫৮.৪ ওভার)
সৌম্য ৭৩, মিঠুন ৬০
নাঈম ৪৮/৬, তানভীর ৫৩/২
পূর্বাঞ্চল ১০ রানে জয়ী।
একটি মন্তব্য পোস্ট করুন