অনন্য মাইলফলকের হাতছানি; মুশফিকের চাই ১৪৪ | Unique milestone handle; Mushfiqi would like to 144


নতুন বছরের প্রথম দিনেই মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

আর এই সিরিজে অনন্য মাইলফলকে ছুঁয়ে ফেলতে পারেন জাতীয় দলের অন্যতম তারকা মুশফিকুর রহিম।

দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আর এ জন্য চাই ১৪৪ রান। আশা করা হচ্ছে, প্রথম টেস্টেই সেই মাইলফলকে পৌঁছে যাবেন মি. ডিপেন্ডেবল।

কারণ নিউজিল্যান্ডের মাটিতে তার পারফরম্যান্স বেশ ভালো। সেখানে ৪ টেস্ট খেলে ৮ ইনিংসে ২২২ রান করেছেন তিনি। দলটির বিপক্ষে সর্বমোট ৮ টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে মুশফিকের সংগ্রহ ৪২৫ রান।

প্রথম ইনিংসেও সে রেকর্ড হয়ে যেতে পারে মুশফিকের। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশফিক।

ব্যাট হাতে বে ওভালে নামার আগে ৭৭ টেস্টে মুশফিকের সংগ্রহ ৪৮৫৬ রান। যেখানে সাতটি সেঞ্চুরি ও ২৪টি হাফসেঞ্চুরি রয়েছে।  

বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হয় প্রথম টেস্ট। ডেভন কনওয়ের শতকে ভর করে প্রথম দিনে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।

দুটি উইকেট পেয়েছেন পেসার শরিফুল, একটি এবাদত। আরেকটি রানআউট।

0/একটি মন্তব্য পোস্ট করুন/Comments

নবীনতর পূর্বতন